
বগুড়ার ধুনট উপজেলায় চিকাশি-সোনাহাটা পাকা সড়কের বড়চাপড়া বাজার এলাকায় ফাঁকা জায়গায় ১টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার সকাল ৯টায় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নুরে আলম এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার চিকাশি ইউনিয়নের বড়চাপড়া বাজারের অদুরে পশ্চিম পাশে ফাঁকা রাস্তার উপরে শুক্রবার রাত প্রায় ৯টায় কে বা কারা ১টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ সময় বিকট শব্দে আতঙ্কিত হয়ে ওঠে আশপাশের এলাকার মানুষ। তাৎক্ষনিকভাবে এ বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়েছে।
ধুনট থানার ওসি সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এলাকায় আতঙ্ক সৃষ্টি ও প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য বিশেষ একটি মহল এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা নিশ্চিত করা যায়নি। তবে এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

