আবু সুফিয়ান.

বগুড়ার ধুনট উপজেলায় ঔষধ কোম্পানী’র প্রতিনিধিদের সংগঠন ফারিয়া’র নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার কমিটি গঠন উপলক্ষ্যে ধুনট ডিগ্রি কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুলাতন মাহমুদের (ওরিয়ন ফার্মা) সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য দেন মাঈনুল ইসলাম (স্কয়ার), আব্দুল মান্নান (স্কয়ার), এম.এ জব্বার (জিসকা ফার্মা), দেলোয়ার হোসেন (এরিষ্ট্র ফার্মা), তরিকুল ইসলাম (নোকেলটা বেষ্টওয়ে), শফিকুল ইসলাম (একমি), গোলাম মুকতাদির (ড্রাগ), সজীব আহমেদ (জেনারেল), রিপন কুমার (বেক্সিমকো)। ফারিয়া’র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (নাভানা) অনুষ্ঠান পরিচালনা করেন।
আলোচনা সভা শেষে সর্ব সম্মতিক্রমে নতুন মেয়াদে ফারিয়া’র কমিটি গঠন করা হয়েছে। সোহেল রানাকে (ইউরো ফার্মা) সভাপতি, মামুনুর রশিদকে (বীকন ফার্মা) সাধারণ সম্পাদক, মারজান হোসেনকে (গ্লোব ফার্মা) সাংগঠনিক সম্পাদক এবং জাকির হোসেনকে (ডিসেন্ট ফার্মা) কোষাধ্যক্ষ করা হয়েছে।


