কারিমুল হাসান লিখন.
বগুড়ার ধুনটে ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর মামলার সন্দেহ ভাজন আসামিসহ পৃথক ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ফায়ার সার্ভিসের গাড়ি ভাংচুর মামলার সন্দেহ ভাজন আসামি নিমগাছী ইউনিয়নের শিয়ালী গ্রামের মৃত মধু সরকারের ছেলে রিপন সরকার (২৮) ও একই ইউনিয়নের মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি জয়শিং গ্রামের মৃত নাদেম সরকারের ছেলে খোকা সরকার (৬০)।
ধুনট থানার এসআই খোকন কুমার কুন্ডু জানান, ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর মামলার সন্দেহ ভাজন আসামি হিসেবে রিপন কে গতকাল রাতে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। অপর দিকে গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি খোকা সরকার কে কেও নিজ বাড়ী থেকেগ্রেফতার করা হয়।


