ধুনটে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জিল্লুর রহমান.


বগুড়ার ধুনটে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ধুনট সদর প্রাথমিক বিদ্যালয়ের শেখ রাসেল অডিটোরিয়ার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুদরত-ই খোদা জুয়েল। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহসিন আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, সোহান হোসেন, সাংগঠনিক সম্পাদক চপল মাহমুদ, কলেজ শাখার আহবায়ক আরিফ হোসেন, যুগ্ম সম্পাদক সোহাগ, ইসলাম, তারিকুল ইসলাম, নিমগাছি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি আবু সাউদ, চিকাশী ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম, কালেরপাড়া ইউনিয়নর সভাপতি রাজু প্রমুখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ