ধুনটে বজ্রপাতে শিশু শিক্ষার্থী নিহত

বগুড়ার ধুনট উপজেলায় বাড়ির আঙ্গিনায় আম কুড়ানোর সময় জোহা মন্ডল (১০) নামে এক শিশু শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নিহত শিশুটির নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জোহা উপজেলার নিমগাছি ইউনিয়নের জয়শিং গ্রামের আলম মন্ডলের ছেলে। সে রতনগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনিতা নাছরিন এ তথ্য নিশ্চিত করে ধুনট বার্তাকে বলেন, ঘূর্ণিঝড় মোখার প্রবাবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে এলাকায় ঝড় বাতাসের সাথে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় শিশু শিক্ষার্থী জোহা বাড়িতে গাছতলায় আম কুড়াতে যায়। এ অবস্থায় বজ্রপাতে শিশুটি ঘটনাস্থলেই মারা গেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ধুনট বার্তাকে বলেন সংবাদ পেয়ে ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে শিশুটির মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ