Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আমিনুল ইসলাম শ্রাবণ.
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ও ভান্ডারবাড়ী ইউনিয়নের বন্যা দুর্গত দুই হাজার পরিবারের মাঝে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। এরমধ্যে গোসাইবাড়ী ইউনিয়নের ১৭০ ও ভান্ডারবাড়ী ইউনিয়নের ১হাজার ৮৩০টি পরিবার এ চাল পেয়েছেন।
বুধবার দুপুরে ১০ কেজি করে চাল বিতরণের উদ্বোধন করেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান ও বগুড়া জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী। গোসাইবাড়ী ও ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে পৃথক পৃথক ভাবে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ অনুষ্ঠানে এমপি হাবিবর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বিপদগ্রস্থ মানুষের জন্য কাজ করছে। যখন বন্যা এসেছে, তখন বন্যার্তদের জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেছে। অন্যদিকে আওয়ামী লীগ মানুষের কল্যানে কাজ করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বন্যা দুর্গত মানুষের পাশে রয়েছে।
অনুষ্ঠানে বগুড়া জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী বলেন, বন্যার্তদের চাহিদা অনুযায়ী ত্রাণের ব্যবস্থা রয়েছে। অন্যান্য সহায়তাও থাকবে। তিনি বলেন, এ ত্রাণ বানভাসী মানুষের জন্য। ত্রাণ নিয়ে কোন অনিয়ম হলে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল আলম মামুন, উপজেলা নির্বাহি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সিরাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আখতার, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরজাহান আক্তার রিক্তা, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, উপজেলা কৃষি র্কমর্কতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম, অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী গের সহসভাপতি গোলাম সোবহান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আশেকুর রশিদ হেলাল, গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হাসান মুকুল, ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন শ্যামল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পপি রানী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রিপন উপস্থিত ছিলেন।