ধুনটে বন্যার্তদের মাঝে অর্থ বিতরণ

 

আবু সুফিয়ান.



বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের ৩, ৬ ও ৭নং ওয়ার্ডের ৫০৬ টি বন্যা দূর্গত পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। পূর্বাভাস ভিত্তিক অর্থায়ন প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।

সোমবার সকালে ভান্ডারবাড়ী ছালেহা-জহুরা উচ্চ বিদ্যালয় মাঠে বন্যা দূর্গতদের মাঝে প্রধান অতিথি হিসেবে অর্থ বিতরণের উদ্বোধন করেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এসময় তিনি মানবতারসেবায় রেড ক্রিসেন্ট সোসাইটি’র কার্যক্রমের প্রশংসা করেন।

 

রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের সেক্রেটারী একেএম সুরুতজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের কার্য-নির্বাহী সদস্য এ্যাড. আমান উল্লাহ, জাতীয় সদর দপ্তরের উপ-পরিচালক এনামুল হক, বগুড়া জোনের ডেপুটি পোষ্ট মাষ্টার জেনারেল জিয়াউর রহমান, জার্মান রেড ক্রসের প্রকল্প কর্মকর্তা শাহজাহান আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্ ও ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন শ্যামল।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ