ধুনটে বসতবাড়ি থেকে মোটর সাইকেল চুরি

বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামে দিনের বেলায় বসতবাড়ি থেকে মোটর সাইকেল চুরি যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোটর সাইকেলের মালিক মাছুম রানা শনিবার রাতে একটি সাধারণ ডায়েরী করেছেন। মাছুম নান্দিয়ারপাড়া গ্রামের শাহ আলমের ছেলে।

জানা গেছে, শনিবার দুপুরের দিকে মাছুম সুজুকি জিক্সার ১৫৫ সিসি মডেলের একটি মোটর সাইকেল তার বাড়ির প্রধান ফটকের ভিতর তালাবদ্ধ অবস্থায় রেখে বাহিরে যায়। বিকেল ৪টার দিকে বাড়ি ফিরে দেখতে পান প্রধান ফটক খুলে তালাভেঙ্গে মোটর সাইকেল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মোটর সাইকেলটি তার নামে সরকারি ভাবে নিবন্ধিত। এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধারের চেষ্টা চলছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ