আবু জাহের, শেরপুর(বগুড়া)প্রতিনিধি.
বগুড়া ধুনটের শাঁকদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুগান্তর পত্রিকার শেরপুর, বগুড়া প্রতিনিধি ও অপরাজিত শিল্প-সাহিত্য পরিবারের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বগুড়া শেরপুরের অতি পরিচিত শিল্প-সাহিত্য সংগঠন ‘অপরাজিত’ বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করে আসছে। বর্তমান সময়ে দেশের বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়ে তাদের ক্ষুদ্র সামর্থ থেকে ত্রাণ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে।
সংগঠনের উপদেষ্টা ও দৈনিক যুগান্তরের শেরপুর বগুড়া প্রতিনিধি জাহাঙ্গীর ইসলামের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা তৌহিদুজ জামান পলাশ, সভাপতি নাহিদ হাসান রবিন, সহ-সভাপতি সেলিনা সুলতানা লিখন, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুল হক, অপরাজিত’র দপ্তর সম্পাদক সাদমান জিসান, বিশিষ্ট সংস্কৃতি ব্যাক্তিত্ব জেড.এ হায়দার, সাংবাদিক শফিকুল ইসলাম শরীফ, সমাজ সেবক মাহতাব আলী ভ’ইয়া, সাবেক ইউপি সদস্য আব্দুর রশীদ বাদুলী, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন ও বিশিষ্ট জনেরা।
এসময় বানভাসী দেড় শাতাধিক পরিবারের মধ্যে প্যাকেট খাবার আটা বিতরণ করা হয়।


