ধুনটে বালিকা বধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার !


স্টাফ রিপোর্টার.

বগুড়ার ধুনট উপজেলায় রীতা খাতুন (১৬) নামের এক বালিকা বধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টায় ধুনট সদরের বেলকুচি গ্রামের স্বামীর বাড়ি থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। নিহত রীতা ওই গ্রামের কাঠমিস্ত্রী নুরনবী’র স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, কাজিপুর উপজেলার শ্যামপুর গ্রামের আনিছুর রহমানের মেয়ে রীতা খাতুনের দু’বছর আগে ধুনট উপজেলার বেলকুচি গ্রামের ভুলু মিয়ার ছেলে কাঠমিস্ত্রী নুরনবীর সাথে বিয়ে হয়। ৯মাস বয়সি শিশু সন্তান রয়েছে। নুরনবীর বিরুদ্ধে মাদকদ্রব্য সেবনে এবং সংসারের প্রতি উদাসিনতার অভিযোগ রয়েছে। এসব বিষয় নিয়ে প্রতিবাদ করায় প্রায়ই রীতা খাতুনের সাথে নুরনবীর কলহ তৈরী হয়েছে। এ অবস্থায় শনিবার সকালে স্বামীর বাড়ির শয়ন ঘর থেকে রীতা খাতুনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রীতা খাতুনের পরিবার বিষয়টিকে রহস্যজনক মৃত্যু বলে দাবি করেছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, স্বামীর বাড়ির শয়ন কক্ষ থেকে রীতা খাতুনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে রীতা খাতুনের মৃত্যুর সঠিক কারন জানা যাবে।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ