Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলায় এক কৃষকের জমিতে স্তুপ করে রাখা বালু সরানোকে কেন্দ্র করে মারামারির ঘটনায় উভয়পক্ষের দুই ব্যক্তি আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিলচাপড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিপলচাপড়ি গ্রামের আলতাফ আলীর ছেলে আবুল কালাম (৫৫) ও একই গ্রামের বাদশা মন্ডলের ছেলে দেলোয়ার হোসেন (৩২)। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিলচাপড়ি গ্রামের আবুল কালাম কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। ২০২২ সালে সরকারিভাবে বাঙ্গালী নদীতে খননকাজ করা হয়। সেসময় বিলচাপড়ি গ্রাম এলাকার কৃষক আবুল কালামের আবাদি জমির উপর বালু স্তুপ করে রাখা হয়। পরবর্তীতে সেখান থেকে বালু সরিয়ে আবুল কালামকে জমি বুঝিয়ে দেয় ঠিকাদার প্রতিষ্ঠান। এ অবস্থায় ওই জমির উপর কিছু বালু রয়ে যায়।
ওই বালুর পয়েন্টে কর্মচারীর কাজ করতেন বিলচাপড়ি গ্রামের দেলোয়ার হোসেন। বৃহস্পতিবার সকালে দেলোয়ার জোর করে ওই কৃষকের জমি থেকে বালুসহ মাটি কেটে নিতে যায়। এতে বাধা দেন কৃষক আবুল কালাম। এসময় তাদের মাঝে কথাকাটাকাটির এক পর্যায়ের মারামারির ঘটনা ঘটে। এতে তারা দুজনেই আহত হয়।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় তাদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কৃষক আবুল কালামের অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে আহত আবুল কালামের পরিবারের দাবী তাকে ছুরিকাহত করা হয়েছে।
এ ঘটনায় দেলোয়ার হোসেন বলেন আবুল কালাম আমাকে আগে আঘাত করেছে। আমি তাকে নিড়ানি দিয়ে আঘাত করেছি। তাকে ছুরিকাঘাত করা হয়নি।
ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান মারামারির সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।