
বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীর বৈশাখী ও বথুয়ারভিটা চর রক্ষা এবং স্থায়ীভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদ সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বৈশাখী, বথুয়ারভিটা, রাধানগর, মল্লিকপাড়া, কচুগাড়ি, কৈয়াগাড়ি ও বানিয়াজান গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্যে রাখেন বাংলাদেশ বেতারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান তালুকদার বাদশা, জালশুকা হাবিবুর রহমান কলেজের অধ্যাপক আবু তাহের তোতা, ব্যবসায়ী মাসুদ রানা খোকন, আব্দুল হান্নান মন্ডল, আলহাজ¦ গোলাম রব্বানী, পল্লী চিকিৎসক ওলিউল সরকার ও সমাজসেবক বাদশা মন্ডল।
মানববন্ধনে বক্তারা বলেন, যমুনা নদীর বৈশাখী ও বথুয়ারভিটা চর প্রায় ৩ বছর যমুনা নদীতে বিলীন থাকার পর আবারও জেগে উঠেছে। চরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকেরা চরে ফসল চাষ করে আবারও ঘুড়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। কিন্তু অসাধু বালু ব্যবসায়ীরা যমুনা নদীর চরাঞ্চল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় চরগুলো বিলীনের আশংকা তৈরি হয়েছে। এছাড়া সরকারি ভাবেও এখানে বালু মহাল ইজারা দেওয়ার চেষ্টা চলছে। এতে নদীর চরগুলো রক্ষা করা সম্ভব নয়। যমুনা নদীর চরগুলো রক্ষার জন্য স্থায়ীভাবে বালু উত্তোলন এবং বালু মহাল ইজারা বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।


