
বগুড়ার ধুনট উপজেলায় মথুরাপুর ইউনিয়নের পিরহাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাল্যবিয়ে প্রতিরোধে শপথ গ্রহন করেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে অত্র বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তারা এই শপথ নিয়েছে।
এ উপলক্ষে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কয়েস আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস মল্লিক।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোর্তজা, রাবির সাবেক ছাত্রনেতা হাম্মাদ আলী জোহান, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, জামিল উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক ছানোয়ার হোসেন, সহকারী শিক্ষক নুরুল আলম, অভিভাবক আবুল কালম, শহিদুল ইসলাম, ওসমান গনি, শিক্ষার্থী আরাফাত রহমান নাইম, কোরেশা আজাদ, পলাশ, মীম, আখি, পাখি, শাকিলা, ইভা, সাদিয়া সুলতানা, সৌরভ, রুকাইয়া জাহান, মোস্তাফিজার, নওশীন আজাদ ও জিহাদ হাসান। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

