ধুনটে বাল্যবিয়ে নিবন্ধনের অভিযোগে কাজীকে শোকজ


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলায় বাল্যবিয়ে নিবন্ধনের অভিযোগে আলমগীর হোসেন (৪০) নামে এক কাজীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত এই শোকজ নোটিশ দেন।

    উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী এ তথ্য নিশ্চিত করে ধুনট বার্তাকে বলেন, কাজী আলমগীর হোসেন উপজেলার নিমগাছি গ্রামের খয়ের উদ্দিনের ছেলে। তিনি নিমগাছি ইউনিয়ন বিবাহ নিবন্ধনকারী (কাজী) হিসেবে নিয়োজিত রয়েছেন। তার বিরুদ্ধে বাল্যবিয়ে নিবন্ধনের অসংখ্য অভিযোগ রয়েছে। তারই ধারাবাহিকতায় বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে নান্দিয়ারপাড়া গ্রামের বাসিন্দা স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থীর বাল্যবিয়ে নিবন্ধন করেছেন। ওই ছাত্রী সোনাহাটা কিশোর-কিশোরী ক্লাবের সদস্য। তার বয়স প্রায় ১২ বছর। ২০১৭ সালের ৬নং বিধিমালা মোতাবেক বাল্যবিয়ে নিবন্ধন আইনত দন্ডনীয় অপরাধ। এ কারণে কাজী আলমগীর হোসেনের বিরুদ্ধে কেন আইনী ব্যবস্থা গ্রহন করা হবেনা ৭ কার্যদিবসের মধ্যে তার জবাব চাওয়া হয়েছে।

    এ বিষয়ে নিমগাছি ইউনিয়ন কাজী আলমগীর হোসেন বলেন, আমি ওই বিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলাম না। তবে আমার সহকারী ওই বিয়ে নিবন্ধনের কাজ করেছেন। কারণ দর্শানোর নোটিশ হাতে পেলে নির্ধারিত সময়ের মধ্যে তার জবাব দেওয়া হবে।

    উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হলে কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ