বগুড়া ধুনট উপজেলার বাল্যবিয়ে ও জঙ্গীবাদ প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১টায় ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ধুনট থানার এসআই খোকন কুমার কুন্ডু। সভায় আরো বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহানারা খাতুন, এএসআই কোমল চন্দ্র, সহকারী শিক্ষক সোহরাব আলী, ধুনট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ ও ধুনট মডেল প্রেস ক্লাবের সভাপতি ইমরান হোসেন ইমন।