ধুনটে বাড়িতে হামলা-ভাংচুরের অভিযোগ

বগুড়ার ধুনট উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল মান্নান নামে এক কৃষকের বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর এবং নগদ অর্থ ও সোনার গহনা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। আব্দুল মান্নান উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কান্দুনিয়া গ্রামের গোলাম রহমানের ছেলে।

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যার দিকে আব্দুল মান্নান বাদি হয়ে প্রতিপক্ষের ৪ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে কান্দুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান পেশায় একজন কৃষক। তার সাথে প্রতিবেশী একই গ্রামের শাজাহান আলীর ছেলে শাহিনূর রহমানের সাথে পারিবারিক বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছে।

এমতাবস্থায় বৃহস্পতিবার দুপুরের দিকে আব্দুল মান্নান পরিবারের সদস্যদের নিয়ে তার মেয়ে বাড়িতে বেড়াতে যান। এসময় বাড়িতে তার ছেলে ইউসুফ আলীকে রেখে যান। এ সুযোগে রাত দেড় টার দিকে প্রতিপক্ষ শাহিনূর তার লোকজন নিয়ে মান্নানের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করতে থাকে।

একপর্যায়ে তারা আব্দুল মান্নানের ঘরের বেড়া ও দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে ঘরের আলমারীতে রক্ষিত নগত ২ লাখ ১০হাজার টাকা এবং ১৪ আনা সোনার গহনা হাতিয়ে নেয়। আব্দুল মান্নানের ছেলে ইউসুফ আলী বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। এসময় প্রতিপক্ষ শাহিনূর ও তার লোকজন কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর শুক্রবার সন্ধ্যার দিকে আব্দুল মান্নান বাদি হয়ে কান্দুনিয়া গ্রামের শাজাহান আলীর ছেলে শাহিনূর রহমান (২৭), গেদু মন্ডলের ছেলে দুলাল হোসেন (৪৫) তার ছেলে রাকিব (২০) ও পাকুড়িহাটা গ্রামের ওকিমুদ্দনের ছেলে জাবেদ আলীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

এ বিষয়ে প্রতিপক্ষ দুলাল হোসেন বলেন, ‘মান্নানের সাথে তাদের পূর্ব থেকে বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছে। তার বাড়িতে আমরা হামলা চালাইনি। আমাদের হয়রানি করার জন্য থানায় মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।’

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, এ ঘটনায় অভিযোগ পেয়ে একজন উপ-পরিদর্শককে (এসআই) তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ