ধুনটে বাড়ীতে অগ্নিসংযোগের চেষ্টা

জিল্লুর রহমান.

বগুড়ার ধুনট উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রবাসীর বসত বাড়ীতে অগ্নিসংযোগ চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চিকাশী ইউনিয়নের গুলারতাইড় গ্রামের প্রবাসী হাসান আলীর সাথে জমিজমা নিয়ে শেরপুর উপজেলার হামছায়াপুর গ্রামের খলিল আকন্দের ছেলে আবুল কালাম আজাদের বিরোধ রয়েছে। হাসান আলী জীবিকা নির্বাহের জন্য বিদেশে রয়েছেন। বাড়ীতে স্ত্রী সুবেদা খাতুন ও দুই সন্তান থাকেন। বুধবার দিবাগত রাত ২টায় প্রতিপক্ষ আবুল কালাম আজাদ ও তার ছেলে সুলতান মাহমুদসহ ৫/৬জন দেশীয় অস্ত্র নিয়ে হাসান আলীর বাড়ীতে প্রবেশ করে। তারা হাসান স্ত্রী সুবেদা খাতুন ও সন্তানদের হত্যার উদ্দেশ্যে বাড়ীতে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। এ ঘটনায় সুবেদা খাতুন বাদী হয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
গৃহবধু সুবেদা খাতুন বলেন, প্রতিপক্ষ আবুল কালাম আজাদ তার লোকজন নিয়ে এসে বাড়ীতে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। এসময় আমার চিৎকারে প্রতিবেশী ও স্বজনরা এগিয়ে আসে। এতে হামলাকারীরা পালিয়ে যায়। তবে তারা যাবার সময় আমার শ্বশুরের কবরের বেড়া ভেঙ্গে ফেলে।
ধুনট থানার এএসআই জিন্নুর রহমান জানান, গৃহবধু সুবেদা খাতুন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তার অভিযোগটি প্রাথমিক ভাবে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমানিত হলে আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ