ধুনটে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

বগুড়ার ধুনট পৌর এলাকার ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সভা ও পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়।

৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা বিএন‌পির সদস‌্য ও ধুনট পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএন‌পির সদস‌্য ধুনট পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি প্রভাষক ছানোয়ার হোসেন।

কর্মী সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা সোলায়মান আলী, শাহ আলম, শাহীন আলম, আব্দুল মোত্তালিব, দেলোয়ার হোসেন দোলা, আয়নাল হক, হাতেম আলী, কুষ কুমার সাহা, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন, যুবদল নেতা লিটন, সোহেল, শ্রমিকদল নেতা শাহীন শেখ, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা রাজু আহমেদ, শামীম আহমেদ সবুজ, মিশু, পূজা মন্ডপ কমিটির নেতা তপু সাহা ও লিটন সাহা।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ