ধুনটে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

জিল্লুর রহমান.



বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের দিঘলকান্দী গ্রামে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে দিঘলকান্দী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।

৬নং ওয়ার্ডের সহসভাপতি সোলায়মান আলী তালুকদার ভুট্টু’র সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম শরাফাতজামান পাশা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার আলম সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাতেমুজ্জামান তালুকদার, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী, চৌকিবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম দুলাল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মিল্টন, যুবদল নেতা আমিনুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহাদৎ হোসেন পিষ্টন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি তৌহিদুল আলম মামুন নেতাকর্মীদের মাঝে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ করেন।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ