ধুনটে বিএনপির পকেট কমিটি !


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820


    বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়ন বিএনপির পকেট কমিটি গঠনের অভিযোগ করেছেন যুবদল নেতা এরশাদ আলী। রবিবার দুপুর ১২টার দিকে ধুনট প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির সদস্য এরশাদ এই অভিযোগ করেন।

    লিখিত বক্তব্যে এরশাদ আলী বলেন, গত ২১ মে ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলার নেতারা বক্তব্য দেন। সব শেষে পকেট থেকে কাগজ বের করে কয়েকটি নাম ঘোষনার মধ্যদিয়ে ইউনিয়ন কমিটি গঠন করেন। যা দলের গঠনতন্ত্র পরিপন্থী। এতে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ভোটাধীকার প্রয়োগ বা নিজেদের পছন্দের প্রার্থীকে নেতা বানানো থেকে বঞ্চিত হয়েছেন।

    এরশাদ আলী আরও বলেন, সম্মেলনে আমি চৌকিবাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রার্থী হওয়ার প্রত্যাশা করেছিলাম। সম্মেলনের পূর্বে ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতাদের কাছে ভোটার তালিকা চেয়েছিলাম। কিন্তু তারা ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি।

    এই যুবদল নেতা অভিযোগ করেন উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা তৌহিদুল আলম মামুন অর্থের বিনিময়ে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ম্যানেজ করে এসব পকেট কমিটি তৈরী করছেন। আমি গঠনতন্ত্র মোতাবেক চৌকিবাড়ী ইউনিয়ন বিএনপির সম্মেলনের আয়োজন করার জন্য উর্দ্ধতন দলীয় নেতাকর্মীদের প্রতি আবেদন করছি।

    সাংবাদিক সম্মেলনে চৌকিবাড়ী ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম খান টুন্নু, বিএনপি নেতা ফিরোজ আহম্মেদ, আব্দুল করিম মন্ডল ও শাহীন আকতার উপস্থিত ছিলেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ