ধুনটে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বগুড়ার ধুনট পৌর এলাকার ৯টি ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অস্থায়ী দলীয় কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক হায়দার আলী মন্ডল।

পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ছানোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, পৌর বিএনপির সদস্য সোলায়মান আলী, মোতালেব খাঁন, জাহাঙ্গীর আলম, আরিফ খাঁন, আব্দুস ছাত্তার, সামছ উদ্দিন মল্লিক, এসএম সাইফ উদ্দিন বাবলু, মোকতাল শেখ, জহুরুল ইসলাম, বদিউজ্জামান, ওসমান গনি, মুনজিল, হুমায়ুন কবির, মোশারফ হোসেন, শাহাআলম, জালাল উদ্দিন ও গোলাম শেখ।

সভায় ধুনট পৌর এলাকার সম্মেলনের মাধ্যমে ৯টি ওয়ার্ড কমিটি গঠনের মধ্যদিয়ে সংগঠনকে গতিশীল করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ