
বগুড়ার ধুনট পৌর এলাকার ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জ্বালানি তেল, পরিবহন ভাড়া, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে গুলি করে হত্যার প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।
বুধবার বিকেল ৫টার দিকে ১ নং ওয়ার্ড পশ্চিম ভরনশাহী গ্রামে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক পৌর কাউন্সিলর বিএনপি নেতা সোলায়মান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ধুনট পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল।
ছাত্রদল নেতা রকিবুল হাসান রকির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ছানোয়ার হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম শাহীন, মোখফিজুর রহমান বাচ্চু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন, ছাত্রদল নেতা আলম হাসান ও জিয়াউর রহমান।
এসময় উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম টগর, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য পৌর কাউন্সিলর মুঞ্জিল হোসেন, বদিউজ্জামান বদি, নিয়ামুল আলম তালুকদার, ওয়ার্ড বিএনপি নেতা বেলাল হোসেন, জাহাঙ্গীর আলম, আব্দুস ছালাম, রফিকুল ইসলাম, বাবলু মন্ডল, দেলোয়ার হোসেন দোলা, মোতালেব খা, রঞ্জু মিয়া, জামাল উদ্দিন, পৌর যুবদল নেতা সোহেল রানা, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরাফাত রহমান জনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম রঞ্জু, পৌর শ্রমিকদলের আহবায়ক আবু হাশেম, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম, ছাত্রদল নেতা রাসেল মাহমুদ, স্বাধীন, জাহিদ, জাকারিয়া ও তানজিলসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


