ধুনটে বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জিল্লুর রহমান.


বগুড়ার ধুনটে উপজেলা বিএনপির সদস্য প্রয়াত মকবুল হোসেন মহা আলমের স্বরনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে এলাঙ্গী ইউনিয়ন বিএনপির উদ্দ্যেগে শৈলমারী ঈদগাঁহ মাঠে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম খোকা। অনুষ্টানে আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন, ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলিমুদ্দীন হারুন মন্ডল, উপজেলা বিএনপির সদস্য সচিব শরাফজ্জামান পাশা, যুগ্ম আহ্বায়াক হাতেমুজ্জামান তালুকদার, সাইফুল ইসলাম, মঈনুল হাসান মুকুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্রসাশক আকতার আলম সেলিম, সহসভাপতি আবুল মুনসুর আহম্মেদ পাশা, বিএনপি নেতা আপেল মাহমুদ, আফাজ উদ্দিন, মুঞ্জিল হোসেন, আতাউর রহমান পলাশ, এনামুল হক শাহীন, যুবদল নেতা আব্দুল হালিম, আমিনুল ইসলাম উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মাদ আলী জন, সহসভাপতি রাজিব উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান পাখি, উপজেলা শ্রমিকদলের সভাপতি খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক শামীম হোসেন, পৌর শ্রমিকদলের সহসভাপতি আশাদুল ইসলাম, সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ ও উপজেলা মৎসজীবি দলের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ