ধুনটে বিএন‌পির স্বতন্ত্র প্রার্থীর বিরু‌দ্ধে নৌকার প্রার্থীর উপর হামলার অ‌ভি‌যোগ

আমিনুল ইসলাম শ্রাবণ.


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নৌকার প্রার্থী হাসান আহম্মেদ জেমস উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটি গ্রামের নুরুল ইসলামের ছেলে।

এ ঘটনায় সোমবার দুপুরের দিকে তিনি বাদি হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে রোববার রাত ১১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের উলিপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই অভিযোগে মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সা‌বেক আহবায়ক গোলাম মতুর্জা ও স্বতন্ত্র প্রার্থী বিএন‌পি নেতা শফিকুল ইসলামসহ ৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

এদিকে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে গোলাম মতুর্জাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। সোমবার দুপুরের দিকে ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএস সবুজ ও সাধারণ সম্পাদক সেলিম রেজা রিমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি  মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তফশীল অনুযায়ী বগুড়ার ধুনট উপজেলায় ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতিকের একজন করে প্রার্থী রয়েছে।

উপজেলার মথুরাপুর ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতিকের প্রার্থী হয়েছেন হাসান আহম্মেদ জেমস মল্লিক। রোববার রাত ১১টার দিকে নির্বাচনী প্রচারণা শেষে তিনি মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মথুরাপুর ইউনিয়নের উলিপুর এলাকায় পৌঁছলে তাঁর উপর হত্যার উদ্দেশে হামলা চালানো হয়।

এসময় মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সা‌বেক সভাপ‌তি গোলাম মতুর্জা ও আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী বিএন‌প্নিতা শফিকুল ইসলামসহ ৪ ব্যক্তি মোটর সাইকেল দিয়ে হাসান আহম্মেদ জেমস মল্লিকের মোটর সাইকেলে ধাক্কা দেয়। এসময় জেমস মল্লিক রাস্তা থেকে নিচের খাদে পড়ে গিয়ে আহত হন।

নৌকার প্রার্থী হাসান আহম্মেদ জেমস ধুনট বার্তা জানান, বিএনপি সমর্থিত প্রার্থীর সমর্থকেরা গোলাম মর্তুজার নেতৃত্বে তাঁর উপর হামলা চালিয়েছে। হামলা বিষয়ে জানতে চাইলে তারা আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

অভিযুক্ত গোলাম মুর্তজা ধুনট বার্তা‌কে ব‌লেন, হাসান আহম্মেদ আহত হওয়ার ঘটনা সাজিয়ে আমা‌দের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। আমি তার স‌ঙ্গে নৌকার নির্বাচনী প্রচারনা‌তেও অংশ নি‌য়ে‌ছি। প্রকৃতপক্ষে হাসান আহম্মেদই আমার ভাইয়ের উপর হামলা চালিয়ে আহত করেছেন। তবে বহিস্কারের বিষয়ে কোন পত্র এখনো হাতে পাই‌নি।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা ধুনট বার্তা‌কে জানান, নৌকা প্রতিকের প্রার্থীর উপর হামলার বিষয়ে একটি অভিযোগ হাতে পেয়েছি। একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ