ধুনটে বিচ্ছিন্ন মারপিটে ৫ জন আহত

 

কারিমুল হাসান লিখন.


বগুড়ার ধুনট উপজেলায় বিচ্ছিন্ন মারপিটে ৫ জন আহত হয়েছে। আহতরা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, উপজেলার রাঙ্গামাটি গ্রামে বাড়ীর আঙ্গিনায় লাউ গাছ প্রতিবেশীর গরু নষ্ট করার ঘটনায় দু’পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাঙ্গামাটি গ্রামের মোজাহার আলীর ছেলে আব্দুল বারীক (৪০) ও সফের মন্ডলের ছেলে ফিরোজ মিয়া (৩০) আহত হয়েছে। আব্দুল বারীকের স্ত্রী স্বপ্না খাতুন অভিযোগ করেন, তার বাড়ীর আঙ্গিনায় প্রতিবেশীর গরু এসে লাউ গাছ খেয়ে ক্ষতি করে। বিষয়টি নিয়ে আব্দুল বারীক প্রতিবাদ করেন। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় তার বাড়ীতে হামলা চালিয়ে আব্দুল বারীককে মারপিট করা হয়েছে। এদিকে আব্দুল বারীকের মারধরে ফিরোজ মিয়া আহত হয়েছেন বলে দাবী করেছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অপরদিকে গোসাইবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে (৩৮) ও শাহজাহান আলীর ছেলে সাইদুল ইসলাম (২৮) আহত হয়েছে। তাছাড়া আনারপুর গ্রামের আব্দুল লতিফের স্ত্রী সাজেদা খাতুন (৪৫) ভাসুরের মারপিটে আহত হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ