আমিনুল ইসলাম শ্রাবণ.
বগুড়ার ধুনটে প্রতিমা বিসর্জন বেলায় ইছামতি নদীর তীরে অনুষ্ঠিত হয়েছে বউ মেলা। প্রতিবছরের ন্যয় ঐতিহ্যবাহী এ মেলায় এবারো হাজার হাজার নারীর সমাগম ঘটে। ধুনট পৌর এলাকার সরকার পাড়ায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষ্যে আয়োজিত এবারের মেলা ছিল ৬৫তম।
স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকায় সরকারপাড়া গ্রাম ইছামতি নদীর তীরে অবস্থিত। ছাঁয়া সুনিবিড় গ্রামে শারদীয় দূর্গা উৎসবের শেষ মুহূর্তে এ মেলা বসে। প্রতি বছরের মতো শনিবার স্থানীয় বাসিন্দারা মেলার আয়োজন করে। সকল অপশক্তির বিনাস করে কল্যাণ প্রতিষ্ঠায় দেবীদূর্গা মর্ত্যেলোক ছেড়ে চলে যাওয়ার দৃশ্য দেখতে মেলার আয়োজন।
নারীদের জন্য এ আয়োজন করায় এলাকায় বউমেলা নামে পরিচিত। সনাতন ধর্মালম্বীদের উৎসব ঘিরে আয়োজিত মেলায় অন্যান্য ধর্মের নারীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। এছাড়া হাজারো পুরুষের সমাগম ঘরে মেলায়। তবে মেলার মূল অংশে পুরুষের প্রবেশাধিকার নেই। মেলার আয়োজকগণ আনসার সদস্য ও পুলিশের সহযোগিতায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন। এক দিনের এ মেলায় বসে বারোয়ারি দোকান।
সরেজমিন দেখা যায়, মেলায় বেচাকেনা হচ্ছে খই, মুড়ি, মুড়কি, বাতাসা, জিলাপি সহ নানা রকমের খাবার। আছে বাঁশি, বেলুন, ঝুনঝুনি সহ হরেক রকম শিশুতোষ খেলনা। মেলা উপলক্ষে নারিকেলের নাড়–, দই, শিরনি আর পায়েসের গন্ধে আমোদিত মেলার আশ পাশের বাড়ি। শিশুর হাতে মেলার বাঁশি। তারা বাঁশিতে পোঁ পোঁ সুর তুলেছে গাল ফুলিয়ে। মেলা থেকে চুরি, দুল, ফিতা, টিপসহ রকমারি প্রসাধনি কিনছে। হাওয়ায় ভাসা রঙ্গিন বেলুন। নব সাজে বধু’র ঘোমটার ফাঁক দিয়ে উঁকি মারছে সিঁথির সিঁদুর। সনাতন ধর্মের দূর্গা পুজাকে ঘিরে সরকারপাড়ায় উৎসবমুখর পরিবেশ। মুহুর্মুহু উলুধ্বনি, শাঁখের আওয়াজ, ঢাক কাঁসরের তালে আরতির নাচ, ধুপের সুরভিত ধোঁয়া, বাতাসে নাড়ু-সন্দেশ-মিষ্টির গন্ধ, সাউন্ড বক্সের হাই ভলিউমে মেলায় উৎসবের আমেজ। ইছামতি নদীতে প্রতিমা বিসর্জন দিয়ে নারীরা বিষাদের জল মুছে নানা রঙ্গের শাড়ীর আঁচলে। প্রতিমা বিসর্জনের বিষাদের সুরের মূর্ছানার মধ্য দিয়ে শেষ হয় মেলা। না দেখলে বিশ্বাসই হবে না যে গ্রামীন মেলা শুধু নারীকেন্দ্রিক হতে পারে। এ মেলা যেন অপরূপা নারীর প্রতিচ্ছবি। মেলার আনন্দে ললাটে চন্দনের টিপ, সিঁথিতে সিঁদুর, লাল বেনারশি পরে গ্রামের বধু যেন নবরুপ ধারন করেছে। বউমেলার এ অপূর্ব দৃশ্য সত্যিই ভোলার নয়। প্রতিমা বিসর্জনকে ঘিরে হাজারো মনুষের পদভারে মুখরিত সরকারপাড়া গ্রাম।
সরকারপাড়া সার্বজনিন দূর্গা উৎসব কমিটির কোষাধ্যক্ষ আনন্দ সরকার বলেন, প্রতি বছরই প্রতিমা বিসর্জন উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। এখানে সব ধর্মের মানুষের সমাগম ঘটে। ঐতিহ্য বজায় রেখে এবারও বউ মেলা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে।

