বগুড়ার ধুনট উপজেলায় ‘বই পড়াই মেধা বিকাশের প্রধান হাতিয়ার’ শীর্ষক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বিশ্ব বই দিবস উপলক্ষে উপজেলার মথুরাপুর মুলতানী পারভীন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয়ে উক্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতার বিষয়ের পক্ষে বিদ্যালয়ের অষ্টম শ্রেণি ও বিপক্ষে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগীতায় অষ্টম শ্রেণির দল চাম্পিয়ান হয়ছে। বিতর্কে বিজয়ী দলের অনামিকা বৃষ্টি শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা’র সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতা পরিচালনা করেন প্রধান শিক্ষ আফছার আলী। বিচারকের দায়িত্বে ছিলেন বিদ্যালয় পরিচানা কমিটির সদস্য নজরুল ইসলাম, ওসমান গণি, প্রভাষক ফরিদুল ইসলাম ফরিদ, সহকারী শিক্ষক আইরিন আক্তার। প্রতিযোগিতা শেষে অংশগ্রহন কারীদের মাঝে পুরস্কার বিতারণ করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রণব কুমার চক্রবর্তী ।