
বগুড়ার ধুনটের বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে বীরমুক্তিযোদ্ধাগণ। ধুনট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত।
এসময় ধুনট উপজেলা মুুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীরমুক্তিযোদ্ধা আজাহার আলী ভুইয়া, বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান ও ধুনট প্রেসক্লাবের সহসভাপতি রেজাউল হক মিন্টু বক্তব্য রাখেন।
বীরমুক্তিযোদ্ধাগণ বক্তব্যকালে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনে বিশেষ করে মুক্তিযোদ্ধাদের কাজে আন্তরিকতার প্রশংসা করেন।

