Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে দরপত্র বর্হিভূতভাবে এক ব্যবসায়ীর কাছে বিদ্যালয়টির প্রায় ৫০ হাজার টাকার পুরাতন আসবাবপত্র বিক্রয়ের অভিযোগ উঠেছে ।
বুধবার সকালের দিকে ধুনট উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিইও) বিপ্লব কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করে ধুনট বার্তাকে বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতার প্রমান পাওয়া গেছে। দুই একদিনের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভান্ডারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আধাপাকা পুরাতন ভবনটি উপজেলা পরিষদ থেকে ১ লাখ ৫০ হাজার টাকায় নিলাম ডাকের মাধ্যমে ২২ ফেব্রুয়ারি জুয়েল সরকার নামে এক ব্যবসায়ীকে কার্যাদেশ দেওয়া হয়েছে। ওই ব্যবসায়ী আধাপাকা ভবনটি অপসারণের পাশাপাশি ওই ভবনে রক্ষিত স্টীলের ৩টি আলমিরা, লোহার এ্যাঙ্গেল দিয়ে তৈরী ৪টি টেবিল, ২টি চেয়ার, ৭০টি বেঞ্চ ও প্রায় ৪০০ কেজি ওজনের ঢেউটিন নিয়ে গেছে। শিক্ষার্থীদের খেলনা সামগ্রী কেনার অজুহাতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ও সভাপতি অমিত হাসান পুরাতন আসবাবপত্র গুলো ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ দিয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ধুনট বার্তাকে বলেন, শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী ক্রয়ের জন্য সভাপতির অনুমতি সাপেক্ষে ব্যবসায়ীকে আসবাবপত্র দেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীর কাছ থেকে সভাপতি কত টাকা নিয়েছেন তা জানা নেই।
অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের সভাপতি অমিত হাসান ধুনট বার্তাকে বলেন, পেশাগত কারণে আমি এলাকার বাইরে অবস্থান করছি। তাই এ বিষয়টি সম্পর্কে আমি কিছু জানি না। তবে এ ধরণের অপরাধ হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ব্যবসায়ী জুয়েল সরকার বলেন, কার্যাদেশের বাইরে কোন আসবাবপত্র নেওয়া হয়নি। বিদ্যালয় কর্তৃপক্ষ আমার নামে অপপ্রচার করছে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত ধুনট বার্তাকে বলেন, উপজেলা শিক্ষক কর্মকর্তাকে (টিইও) এ বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।