
বগুড়ার ধুনট উপজেলায় রাঙ্গামাটি আবুল হোসেন জহুরা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে বিদ্যালয় চত্ত্বরে এ সমাবশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর ধুনট উপজেলা প্রতিনিধি সাংবাদিক মাসুদ রানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি আবুল হোসেন জহুরা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জহুরুল ইসলাম বিপ্লব। বিদ্যালয়টির সহকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আশফুল খাতুন, সহকারী শিক্ষক আব্দুল বারী, সুশান্ত কুমার সাহা, অরুন কুমার ঘোষ, রাঙ্গামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার হোসেন, রাঙ্গামাটি পশ্চিম পাড়া অগ্রণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আওরঙ্গজেব তালুকদার অভিভাবক শাহজাহান আলী, ওমর ফারুক ও জাহিদুল ইসলাম।


