
বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুতস্পর্শে দুলাল হোসেন (৪৫) নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। নিহত দুলাল হোসেন উপজেলার বেলকুচি গ্রামের মৃত দেলবর আলীর ছেলে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দুলাল হোসেন দীর্ঘদিন বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠানে নৈশ প্রহরীর কাজ করে জীবিকা নির্বাহ করে। তার বাড়িতে টিনের তৈরী ঘরের চালার উপর দিয়ে আড়াআড়ি ভাবে বিদ্যুৎ সঞ্চালনের তার ঝুলানো রয়েছে। ওই টিনের চালার সাথে বিদ্যুতের তার লেগে ছিল। এ অবস্থায় সোমবার বিকেল ওই ঘরের চাল মেরামত কাজ করার সময় বিদ্যুতস্পর্শে জ্ঞান হারিয়ে ফেলে দুলাল হোসেন। তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুলাল হোসেনের মৃত্যু হয়।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সুরাইয়া ইয়াসমিন ধুনট বার্তাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই দুলাল হোসেনের মৃত্যু হয়েছে। তাকে চিকিৎসাসেবা দেওয়ার সময় পাওয়া যায়নি।

