ধুনটে বিদ্যুতায়িত হয়ে বুদ্ধি প্রতিবন্ধির মৃত্যু

ফজ‌লে রাব্বী মানু.

বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুতায়িত হয়ে সাব্বির হোসেন (১২) নামে এক বৃদ্ধি প্রতিবন্ধির মৃত্যু হয়েছে। নিহত সাব্বির উপজেলার বড়চাপড়া গ্রামের আলম মন্ডলের ছেলে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে বড় চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সাব্বির হোসেন ছোট থেকেই বুদ্ধি প্রতিবন্ধি। তাঁর বাবা আলম মন্ডল একজন দিনমজুর। জীবিকার তাগিদে তিনি প্রায়ই বাড়ির বাহিরে থাকেন। সাব্বির তাঁর মায়ের সাথে বাড়িতে থাকে। এ অবস্থায় মঙ্গলবার দুপুরের দিকে সাব্বিরকে বাড়িতে রেখে তাঁর মা বাড়ির বাহিরে যান।

এসময় সাব্বির তাঁর শয়ন ঘরে খেলতে থাকে। একপর্যায়ে ঘরের টেবিলে থাকা বহনযোগ্য মাল্টিপ্লাগ বোর্ড নিয়ে নাড়াচাড়া শুরু করেন। বোর্ডটিতে বিদ্যুৎ সংযোগ চালু থাকায় অসাবধানতাবশত সে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। পরে তাঁর মা ঘরে ফিরে দেখেন সাব্বিরের মৃতদেহ মাটিতে পড়ে আছে।

চিকাশি ইউনিয়ন পরিষদের সদস্য জুলাহাউস জানান, সাব্বির হোসেন নামে এক কিশোরের বিদ্যুৎস্পর্শে মৃত্যুর খবর শুনেছেন। তবে সময়ের অভাবে এখনো যেতে পারেন নি। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, বিদ্যুৎপৃষ্টে মৃত্যুর বিষয়ে তাঁকে কেউ কিছু জানায়নি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ