ধুনটে বিদ্যুৎপৃষ্টে চালকের মৃত্যু

কারিমুল হাসান লিখন.


বগুড়ার ধুনট উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আজিবর রহমান (৩৮) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে ধুনট বাজারের একটি গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত আজিবর রহমান সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার চরকাদহ গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

জানাযায়, আজিবর রহমান ব্যাটারিচালিত অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতো। প্রতিদিনের ন্যায় সোমবার সকালে বিদ্যুৎ সংযোগ থেকে ব্যাটারি খোলার সময় অসাবধানতা বসত বিদ্যুৎপৃষ্ট হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ