ধুনটে বিদ্যুৎপৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

ধুনট (বগুড়া) প্রতিনিধি.

বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুৎপৃষ্টে রাসেল আহমেদ (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কালেরপাড়া ইউনিয়নের রামনগর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল ওই গ্রামের মজনু মিয়া’র ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রাসেল মিয়া কান্তনগর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রতিবেশী দুলাল মিয়ার ঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ীর কাজে সহযোগীতা করছিল রাসেল। ওই বাড়ীতে কাজ করার সময় অসাবধানতাবসত সে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন রাসেল আহমেদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় রাসেল মিয়া মারা যায়।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বিদ্যুতের তারে জড়িয়ে এক তরুণের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ