বগুড়ার ধুনটে স্বামীর মৃত্যুর পর এক বিধবা মহিলাকে দুই সন্তান সহ স্বামীর বাড়ী থেকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এবিষয়ে সোমবার বিকালে রিপা আকতার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানাগেছে, উপজেলার মহিশুরা গ্রামের মৃত গোলাম হোসেন আকন্দের ছেলে জাহাঙ্গীর আলমের সাথে একই গ্রামের লাল মিয়া মন্ডলের মেয়ে রিপা আক্তারের বিয়ে হয়। তাদের দম্পত্য জীবনে সাদিয়া আকতার (৭) নামের এক মেয়ে ও সামিউল আলিম (২) নামের এক ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু প্রায় ১১ মাস আগে রিপা আকতারের স্বামী জাহাঙ্গীর আলমের আকস্মিক মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পর রীপা আতার দুই সন্তানকে নিয়ে স্বামীর বাড়ীতেই বসবাস করে আসছে। কিন্তু স্বামীর মৃত্যুর পর প্রতিবেশী চাচা মৃত জহির আকন্দের ছেলে মোলা বকস (৫৫) ও সাহেব উদ্দিন (৪৫) সহ কয়েক ব্যক্তি বিধবা রিপা আকতার সহ তার দুই সন্তানকে বাড়ী থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে। এছাড়া প্রতিপক্ষ ওই বাড়ী থেকে গরু বিক্রির ৩ লাখ টাকা সহ বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে। তাছাড়া তার স্বামীর নামে রেজিষ্ট্রিকৃত জমির ধানও কর্তন করার চেষ্টা করছে প্রতিপক্ষরা।
ধুনট থানার এএসআই শিমন সরকার জানান, এবিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।