Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের আয়োজনে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। জাতির পিতার শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এ আয়োজন করা হয়।
রোববার দিনব্যাপী উপজেলার বিলকাজুলী এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা চত্ত¡রে এ স্বাস্থ্যসেবার আয়োজন করা হয়। স্বাস্থ্যসেবা শেষে ১৫ আগষ্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ আশরাফুল ইসলাম। স্বাস্থ্যসেবা কার্যক্রমে অংশ নেন ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সাদেকুর রহমান সাগর, মেডিক্যাল অফিসার ডাঃ শফিকুল ইসলাম ও ডাঃ মনির হোসেন।