ধুনটে বিপদসীমা পেরিয়েছে যমুনার পানি !

তারিকুল ইসলাম.

বগুড়ার ধুনট উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বাড়তে থাকায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বন্যা হতে পারে বলে আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বগুড়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমা নির্ধারণ করা হয়েছে ১৬ দশমিক ৭০ সেন্টিমিটার। আজ বৃহস্পতিবার সকাল ৬টায় যমুনার পানি ১৬ দশমিক ৬৬ সেন্টিমিটার সমতায় প্রবাহিত হয়েছে। কিন্তু বিকেল ৩টা নাগাদ পানি ৫ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার এক সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির ধুনট বার্তাকে বলেন, যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও পরিমাণ খুবই কম। সেই ক্ষেত্রে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকে বন্যার আশঙ্কা করা হচ্ছে। তবে বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে। প্রতি মুহূর্তে যমুনা নদীর বাঁধ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ