Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আমিনুল ইসলাম শ্রাবণ.
বগুড়ার ধুনটে মুসুল্লীদের উপস্থিতিতে মুখরিত হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমা ময়দান। কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রামে বুধবার থেকে শুরু হয়েছে ৪০তম এ ইজতেমা।
সরুগ্রাম ইজতেমা আয়োজক কমিটির মুরুব্বীরা জানান, বুধবার থেকে তিনদিন ব্যাপী ইজতেমা হলেও মঙ্গলবার সকাল থেকে মুসল্লীদের পদচারনায় মুখরিত হয়েছে ইজতেমা ময়দান। বুধবার বাদ আছর আম বয়ানের মধ্যদিয়ে শুরু হবে ইজতেমার কার্যক্রম। এছাড়া প্রতিদিন ফজর, যোহর, আছর ও মাগরিবের নামাজ শেষে বয়ান হবে। বুধবার সকালে ইজতেমা পরিচালনা কমিটির পরামর্শ সভায় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহন করা হবে। ইজতেমায় দেশ-বিদেশের ওলামায়ে কেরামগন আত্মশুদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ, নবী রাসূলের তরিকা ও আল্লাহর ইবাদত বন্দেগী এবং দ্বীন-ইসলামের দাওয়াতে তাবলীগ জামায়াতের গুরুত্ব, কার্যক্রম ও করণীয় উপস্থাপন করবেন।
ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের মুসুল্লীদের পাশাপাশি বিদেশী মুসুল্লীগণ ইজতেমায় অংশ গ্রহন করেছেন। এদিকে প্রায় ৭দিন যাবত ইজতেমা ময়দান প্রস্তুত করেছে তাবলীগ জামায়াতের সাথীরা। শুক্রবার ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে বৃহৎ জুমা’র নামাজের জামায়াত। এজন্য শুক্রবার সকাল থেকে হাজার হাজার মুসুল্লী আসবেন ইজতেমা ময়দানে। নিয়ম অনুযায়ী শনিবার ইজতেমা শেষ হওয়ার কথা থাকলেও মহান বিজয় দিবসকে কেন্দ্র করে আখেরী মোনাজাতের সময় পরিবর্তন করা হয়েছে। যার কারনে শুক্রবার বিকেলে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে এ বছর ইজতেমা শেষ হবে।বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির সদস্য হুমায়ন কবির বলেন, টুঙ্গীর বিশ্ব ইজতেমা ছাড়া ঢাকার বাহিরে প্রথম বিশ্ব ইজতেমা শুরু হয় সরুগ্রামে। এবারের ইজতেমা ৪০তম। এ কারনে সরুগ্রাম ইজতেমা দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমা হিসেবে পরিচিত। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতিমধ্যে ইজতেমার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ইজতেমা ময়দান নিরাপত্তা জোড়দার করা হয়েছে। ইজতেমা ময়দনা পুলিশ সদস্য আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন। এছাড়া ইজতেমা ময়দানে ব্যাপক গোয়েন্দা নজরদারী চলছে। অপরদিকে ইজতেমা এলাকায় যানজট নিরসনে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছেন।