Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আবু সুফিয়ান.
বগুড়ার ধুনট উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্বজনসংখ্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ থেকে দিবসের এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া- ৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এসময় তিনি বলেন, সঠিক পরিকল্পনা মানুষকে সাফল্যের শিখরে পৌছে দিতে পারে। এজন্য প্রতিটি ক্ষেত্রে সঠিক পরিকল্পনা প্রয়োজন। একটি দাম্পত্য জীবনের ক্ষেত্রেও পরিকল্পনার প্রয়োজন রয়েছে। পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহনের মধ্যদিয়ে একটি পরিবার যেমন নিজেদের সুখী জীবনের প্রাথমিক পক্রিয়া সম্পন্ন করেন। অন্যদিকে জনসংখ্যা নিয়ন্ত্রনে দেশের কল্যানেও ভূমিকা রাখেন।
সহকারী কমিশনার (ভূমি) শারমিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকম সানাউল মোস্তফা, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, যুগ্ম সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান প্রমুখ।