ধুনটে বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

কারিমুল হাসান লিখন.


বগুড়ার ধুনট উপজেলায় সুরভী খাতুন(১৮) নামের এক কলেজ শিক্ষার্থী বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ব্যার্থ হয়েছে। শনিবার সকালে উপজেলার যুগিগাতি গ্রামে এ ঘটনা ঘটে। সুরভী খাতুন যুগিগাতি গ্রামের আব্বাস আলীর মেয়ে ও জালশুকা হাবিবুর রহমান ডিগ্রী করেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় সৃত্রে জানা যায়, সুরভী খাতুনকে পাশ্ববতী গ্রামের জৈনক ব্যাক্তির সাথে বিয়ে ঠিক করে তার পরিবার। কিন্তু সুরভী খাতুন এ বিয়েতে দ্বিমত পোষন করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি স্বজনরা টের পেলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপালে স্থানান্তর করা হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ