Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মজনু (৮১) ইন্তেকাল করেছেন। বার্ধক্য জনিত কারণে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পৌর এলাকার চরপাড়া গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
বাদ আছর ধুনট সরকারি নইম উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার জানানো হয়। এরপর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান এমপি, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, বীরমুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, গোলাম ওহাব, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সহসভাপতি কলামিষ্ট রেজাউল হক মিন্টু, সাধারণ সস্পাদক আমিনুল ইসলাম শ্রাবন, সাংবাদিক মাসুদ রানা, বাবুল ইসলাম, ইমদাদুল হক ইমরান, রাসেল মাহমুদ, জাহিদুল ইসলাম, জহুরুল মল্লিক, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম ও সমাজসেবক আব্দুল মান্নান তালুকদার প্রমুখ।