
বগুড়ার ধুনট উপজেলায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা আজমল হোসেন সরকার আজাদ (৭৯) ইন্তেকাল করেছেন (ইন্না….রাজেউন)। ঢাকায় একটি ক্লিনিক থেকে চিকিৎসা নিয়ে গ্রামের বাড়িতে ফেরার পথে মঙ্গলবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। তিনি উপজেলার কালেরপাড়া গ্রামের বাসিন্দা।
বুধবার বাদ যহর উপজেলার কালেরপাড়া মাদরাসা মাঠে নামাজে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। এরআগে তাঁর মরদেহের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


