ধুনটে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ

বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।

মুক্তিযোদ্ধার সন্তান ও ধুনট প্রেসক্লাবের সহসভাপতি রেজাউল হক মিন্টুর সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবহান ও সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, জেলা ও উপজেলা কমান্ডের বীর মুক্তিযোদ্ধা বৃন্দ।

এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ