ধুনটে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

 

আমিনুল ইসলাম শ্রাবণ.


বগুড়ার ধুনট উপজেলায় শুকুর আলী (৫০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টায় উপজেলার গোপালনগর ইউনিয়নের রান্ডিলা মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শুকুর আলী পার্শ্ববর্তি চকডাকাতিয়া দাসের চরের জসের আলী শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক শুকুর আলী সম্প্রতি মানুষিক সমস্যায় ভুগছিলেন। সোমবার সকাল ৮টায় বাড়ী থেকে পার্শ্ববর্তি রান্ডিলা মধ্যপাড়ায় হাটতে আসেন। এসময় তিনি পথে রান্ডিলা মধ্যপাড়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী স্বর্ণা খাতুনকে (১১) কুটক্তি এবং মারধর করেন। বিষয়টি দেখতে পেয়ে স্বর্ণা’র মা এবং প্রতিবেশী বাদু পাঠানের পালক ছেলে শাহাদৎ হোসেন (২৮) এগিয়ে আসে। পরে তারা বৃদ্ধ শুকুর আলীকে মারধর করেন। এসময় ওই বৃদ্ধের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে শুকুর আলী মারা যান।

ধুনট থানার এসআই খোকন কুমার কুন্ডু ধুনট বার্তাকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহত বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মাথায় লাঠির আঘাত পেয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ