ধুনটে ব্যবসায়ীর বিরুদ্ধে জায়গা বেদখলের চেষ্টার অভিযোগ


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলায় গোসাইবাড়ি বাজার এলাকায় জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ীর জায়গা বেদখলের অভিযোগ উঠেছে রায়হান সরকার নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী জাহাঙ্গীর আলম প্রায় দেড় মাস আগে থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ তা আমলে নেয়নি।

    রোববার সকাল ১১টার দিকে ধুনট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গোসাইবাড়ি গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানের পাশেই চিথুলিয়া গ্রামের চান মিয়ার ছেলে রায়হান সরকারের ব্যবসা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে আমার প্রতিষ্ঠানে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছি। জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রায় দেড় মাস আগে থেকে রায়হান তার ব্যবসা প্রতিষ্ঠান উন্নয়নের নামে আমার ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা বেদখলের চেষ্টা করছে।

    এ ঘটনায় ২৫ অক্টোবর রায়হান সরকারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এ ঘটনায় কোন আইনী ব্যবস্থা গ্রহন করেননি। এ কারণে আমার জায়গায় রায়হান সরকার তার ব্যবসা প্রতিষ্ঠান উন্নয়ন কাজ চলমান রেখেছে। তার কাজে বাধা দিতে গেলে আমাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি জীবনের নিরাপত্তা সহ আইনী ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

    এ বিষয়ে ব্যবসায়ী রায়হান সরকার বলেন, আমার জায়গায় আমি ব্যবসা প্রতিষ্ঠান উন্নয়ন কাজ শুরু করেছি। এখানে কারো কোন জায়গা দখল করা হয়নি। তারপরও আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে।

    ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ