বগুড়ার ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সহসভাপতি ও পৌর আওয়ামী লীগের আহবায়ক আশেকুর রশিদ হেলালের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় শহরের মুক্তমঞ্চ এলাকায় উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পৃর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ও পৌর মেয়র এজিএম বাদশা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহসান হাবীব, জেলা পরিষদের সদস্য ফজলুল হক, ব্যবসায়ী নেতা আব্দুস সাত্তার প্রমুখ নেতৃবৃন্দ।
পরে আলোচনা সভা শেষে রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।