ধুনটে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল চুরি

বগুড়ার ধুনট উপজেলায় সিয়াম সাইকেল ষ্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার মথুরাপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরের দিকে ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আনোয়ার হোসেন ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন উপজেলার মথুরাপুর গ্রামের আব্দুল মোন্নাফের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মথুরাপুর বাজার এলাকায় অটোভ্যান ও সাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ (পার্টস) বিক্রি করে আসছেন। সোমবার রাত ৮টার দিকে প্রতিদিনের ন্যায় ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে বাড়ি চলে যান।

মঙ্গলবার সকালে এসে দেখেন ব্যবসা প্রতিষ্ঠানে তালা নেই। ভিতরে ঢুকে দেখেন বিভিন্ন জিনিসপত্র এলোমেলো পড়ে আছে। সেখান থেকে ৩০ কার্টন ব্যাটারি, ১০০ পিছ ইজি বাইকের টায়ার ও ১ টি ইজি বাইকের মটর চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। এতে ওই ব্যবসায়ীর প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, চুরির ঘটনা তদন্ত ও মালামাল উদ্ধারের জন্য থানার একজন উপ-পরিদর্শককে (এসআই) দায়িত্ব দেয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ