ধুনটে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

জিল্লুর রহমান.


বগুড়ার ধুনটে তরুণ-কিশোর সংঘ আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।

সোমবার রাতে অফিসারপাড়ার আল-কোরআন একাডেমী চত্বরে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন ধুনট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ।

তরুন কিশোর সংঘের সভাপতি সাহিদ মাহমুদ সুমনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক ফরহাদ হোসেন, জিল্লুর রহমান, ধুনট স্টুডেন্ট ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মমিন সোহেল, তরুণ কিশোর সংঘের সাধারণ সম্পাদক আশরাফুল আলম শোভন।

এসময় তরুণ কিশার সংঘের আরেফিন আহম্মদ খালিদ, নাজমুল হুদা নয়ন, নাহিদ, সিয়াম, সেতু, রাফি, তৌহিদ, মুগ্ধ ও জাকির উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় হুকুম আলী ইউ.এম.সি ক্লাবকে হারিয়ে ধুনট স্টুডেন্ট ক্লাব জয় লাভ করে। খেলা পরিচালনা করেন রাজিব হোসেন। খেলা শেষে সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ