Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলায় ভটভটির ধাক্কায় ইয়াহিয়া শেখ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত ইয়াহিয়া উপজেলার শ্যামগাতী গ্রামের ফজর আলীর ছেলে। উপজেলার মথুরাপুর-ধারঘরা সড়কের পিরহাটি তালতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় একই গ্রামের মোটরসাইকেল চালক জিয়াউর রহমান জিয়া (২৮) আহত হয়েছে।
সোমবার সকালের দিকে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ইয়াহিয়া রোববার সন্ধ্যার দিকে একই গ্রামের জিয়াউর রহমান জিয়ার মোটরসাইকেলের পিছনে চড়ে গ্রামের বাড়ি থেকে মথুরাপুর বাজারের দিকে রওনা হয়। পথিমধ্যে পিরহাটি তালতলা এলাকায় পৌছলে সামনের দিক থেকে আসা একটি ভটভটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রæত সটকে পড়ে। এতে মোটরসাইকেল চালক জিয়া ও আরোহী ইয়াহিয়া আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে ইয়াহিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বগুড়া নেওয়ার পথে রাত ৮টার দিকে গাবতলী এলাকায় ইয়াহিয়া মৃত্যুবরণ করে। আইনী প্রক্রিয়া শেষে ইয়াহিয়ার মৃতদেহ দাফনের অনুমোতি দেয়া হয়েছে।
