ধুনটে ভাই ভাই মডেল সু-ষ্টোর উদ্বোধন

কারিমুল হাসান লিখন.


বগুড়ার ধুনটে ভাই ভাই মডেল সু-ষ্টোর উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের রামনগর বাজারে এস এম শিপনের ভাই ভাই মডেল সু-ষ্টোর উদ্বোধন করেন ধুনট উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মাদ আলী জন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক আলফিজুর রহমান স্বপন, গোসাইবাড়ী ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন শ্যামল, কালেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নওফিল বিন সহিদ সজল, ছাত্রদল নেতা ফজলুল হক, নয়ন, জুয়েল রানা, চয়েস, সোহান রহমান, লাবলু, সুজন, আশরাফুল আলম, রাকিব হাসান, দেলোয়ার হোসাঈন সাঈদীসহ স্থানীয় নেতাকর্মীরা।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ